ভারতে মিলল চতুর্থ ওমিক্রন (Omicron) আক্রান্তের খোঁজ। আক্রান্ত ব্যক্তি মহারাষ্ট্রের বাসিন্দা।
শনিবার, করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের (Omicron) প্রথম কেসের কথা রিপোর্ট করেছে মহারাষ্ট্র (Maharashtra)। করোনাভাইরাস অতিমারীর (Coronavirus Pandemic) শুরু থেকে ভারতের মধ্যে সবথেকে বেশি ক্ষতির শিকার হওয়া এই রাজ্যেও অবশেষে পৌঁছে গেল ওমিক্রন। এর সঙ্গে সঙ্গে, ভারতের মোট ওমিক্রন সংক্রমণের সংখ্যা পৌঁছল চারে। শনিবার সকালেই প্রথম ওমিক্রন সংক্রমণের খবর জানিয়েছিল গুজরাট (Gujarat)। ভারতের ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ থেকে বেড়ে ৪ হয়ে গেল।
মুম্বইয়ের (Mumbai) কাছে কল্যাণ ডম্বিভালি (Kalyan Dombivali) পুরসভা এলাকায় এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের ওমিক্রন রুপান্তরের সন্ধান পাওয়া গিয়েছে। সম্প্রতি তিনি বিদেশ থেকে মুম্বইয়ে ফিরেছিলেন। করোনা পরীক্ষায় তিনি পজিটিভ বলে সনাক্ত হয়েছিলেন।
Omicron: করোনা আতঙ্ক থেকে মুক্তি দিতে স্ত্রী-সন্তানদের খুন করলেন 'লাশ গুনতে গুনতে ক্লান্ত' চিকিৎসক
তারপর তাঁর লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর (Genome Sequencing) জন্য পাঠানো হয়েছিল পুনের (Pune) সরকারি ল্যাবে। সেখান থেকে এদিন জানানো হয়েছে, ওই ব্যক্তির দেহে যে করোনাভাইরাস রয়েছে, তা ওমিক্রন।