বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৮৭০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের।
দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৭ লক্ষ ১৬ হাজার ৪৫১।
দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫১ জন।
গতকাল অর্থাৎ মঙ্গলবার ২০১ দিন পর দেশে করোনা সংক্রমণ কুড়ি হাজারের নিচে নামে স্বাস্থ্যমন্ত্রীর মঙ্গলবার এর পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৮৭৯৫ জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছিলেন ১৭৯ জন।
কিন্তু বুধবার এর পরিসংখ্যান অনুযায়ী দেশে দৈনিক সংক্রমণ এবং মৃত্যু গতকালের তুলনায় খানিকটা বাড়ল।