দীপাবলির পরেই বাংলায় প্রচারে আসবেন অমিত শাহ, জে পি নাড্ডার মতো কেন্দ্রীয় বিজেপি নেতারা। বিধানসভা নির্বাচনের প্রচার কৌশল চূড়ান্ত করতে গত তিন দিন ধরে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। সেখানে সিদ্ধান্ত হয়েছে, দীপাবলির পর প্রচারে ঝড় তুলতে জেলায় জেলায় সফর করবেন শীর্ষ নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর রাজ্যের সবক'টি বিডিও অফিস ঘেরাও করা হবে। ৮ অক্টোবর নবান্ন অভিযান করবে বিজেপির যুব মোর্চা।