রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের। সোমবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল রাজ্য পুলিশের ডিজিকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ , রাজ্য পুলিশ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দরজায় কড়া নাড়ছে আর রাজ্য পুলিশের ডিজি-কে আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর সমালোচনা করে রাজ্যপালের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক দায়িত্ব মনে করাতে চান তিনি ।