আজ আইএসএলের দ্বিতীয় ডার্বি। বাঙালির বড় ম্যাচ। লাল হলুদ বনাম সবুজ মেরুনের শতাব্দীপ্রাচীন দ্বৈরথ। লিগ টেবিলের শীর্ষে রয়েছে এটিকে মোহনবাগান, নিচের দিকে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। প্লে-অফ খেলার আশা শেষ হয়ে গিয়েছে লাল হলুদের৷ কিন্তু লিগ টেবিলের সঙ্গে বড় ম্যাচের আর কী-ই বা সম্পর্ক! এই লড়াই ইলিশ বনাম চিংড়ির, এই যুদ্ধ ঘটি-বাঙালের। আইএসএলের শেষ লগ্নে তাই ক্রমশ বাড়ছে ডার্বির উত্তাপ।