কৃষি আইন নিয়ে চলতি অচলাবস্থা কাটার কোনও ইঙ্গিত নেই৷ দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত করার কেন্দ্রীয় সরকারের প্রস্তাব মানতে নারাজ কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলি। কৃষকদের দাবি আংশিক মেনে শেষ বৈঠকে কেন্দ্রের প্রস্তাব ছিল কৃষি আইন দেড় বছর কার্যকর না করার। সংযুক্ত কিসান মোর্চা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছে, স্থগিত নয়, তাঁদের দাবি আইন প্রত্যাহার। ফলে কৃষি আইন নিয়ে অচলাবস্থা বহালই থাকল। বৃস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর সাংবাদিক বৈঠকে জানান, কৃষি আইন দেড় বছরের জন্য মুলতবি করার প্রস্তাব তুলে ধরা হয়েছে কৃষক সংগঠনগুলোর সামনে। একটি যৌথ কমিটি গঠন করা হবে। সেই কমিটি যত ক্ষণ না এ প্রসঙ্গে কোনও রিপোর্ট দেবে, তত ক্ষণ কৃষি আইন বলবৎ করা হবে না। শুক্রবার ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কৃষক সংগঠনগুলির। এই বৈঠকে কোনও সামাধান সূত্র বেরোয় কি না সে দিকেই তাকিয়ে গোটা দেশ।