সোমবার থেকেই দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণের শুরু হয়ে গিয়েছে। এ'দিন ২৯ লক্ষেরও বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। পাশাপাশি ২৪ ঘণ্টায় কমেছে করোনা সংক্রমণও। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবারের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ১১ লক্ষ ২৪ হাজার ৫২৭ জন। বর্তমানে করোনার চিকিৎসাধীন ১ লক্ষ ৬৮ হাজার ৩৫৮ জন। ২৪ ঘণ্টাতে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৯১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ২৪৮ জন।