বিজেপিতে মেয়েরা সুরক্ষিত নয় বলে বুধবার হুগলির ডানলপ ময়দানের সভায় দাবি
করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার নবদ্বীপের সভা থেকে নারী
সুরক্ষা ইস্যুতে পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি
নড্ডা।
নড্ডা বলেন, "দিদি বাংলায় মেয়েরা একেবারেই সুরক্ষিত নয়। ধর্ষণের ঘনায় সবার প্রথমে
রয়েছে বাংলা। পারিবারিক হিংসাতেও এগিয়ে রয়েছে বাংলা। বাংলার চা বাগানগুলিতে
সবথেকে বেশি আদিবাসী মহিলাদের পাচার করা হয়। দিদি আপনি বাংলার মহিলাদের নিয়ে
কোথায় চিন্তা করেন।"
এ বার ভোটের প্রচারের সময় একাধিকবার নারী সুরক্ষার বিষয়টি উঠে এসেছে মুখ্যমন্ত্রীর
কথায়। বুধবার ডানলপ ময়দানের সভায় তিনি বলেছিলেন, "বিজেপিতে দলের মেয়েদের
নিয়ে যা করা হয়, সেই গল্প বললে লজ্জায় শিহরিত হতে হবে। বিজেপিতে দলে মেয়েরা
সুরক্ষিত নয়, ওই দলে মেয়েদের পাঠাবেন না, যারা দলে রয়েছে তারা ভয়ে কিছু বলতে
পারছে না।" বৃহস্পতিবার এ নিয়েই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন জেপি নড্ডা।