বাম-কংগ্রেসের ডাকা ব্রিগেড সমাবেশের দিনেই শহরে টহল দেওয়া শুরু করল কেন্দ্রীয় বাহিনী। রবিবার গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভিনিউ, পার্ক সার্কাস, বালিগঞ্জ সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় টহল দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ শুরু হয়েছে টহল। কেন্দ্রীয় বাহিনীর 'অতি-তৎপরতা'কে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপির পাল্টা দাবি, রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে, তাই সক্রিয় কেন্দ্রীয় বাহিনী।