স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবসে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন একাধিক শীর্ষ বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সকালে বিবেকানন্দের উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের বাসভবনে যান নন্দীগ্রামের পদত্যাগী বিধায়ক তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপর স্বামীজিকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। বিজেপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও স্বামী বিবেকানন্দের বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান।