পিঠ ছাপিয়ে ঢেউ খেলানো লম্বা চুল, কপালে বড় সিঁদুরে টিপ। নাকে নাকছাবি, মাথাপট্টি ও হরেক রকমের গয়না, সব মিলিয়ে মিলিন্দ সোমানের একেবারে অন্য লুক! নিজের লুক নিয়ে বরাবর এক্সপেরিপেন্ট করতে ভালোবাসেন মিলিন্দ। তবে এটা নতুন ওয়েবসিরিজ ‘পৌরষপুর’ এর লুক। সেখানে তৃতীয়লিঙ্গের এক মানুষের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিলিন্দ সোমানকে। পৌরাণিক প্রেক্ষাপটে কাল্পনিক এক সাম্রাজ্যের গল্প নিয়েই সিরিজ। প্রথম ঝলক শেয়ার করেছেন নায়ক নিজেই। মিলিন্দ ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অন্নু কাপুর, শিল্পা শিণ্ডেরা। অল্ট বালাজি ও জিফাইভ, এই দুই ওটিটি প্ল্যাটফর্মেই দেখা যাবে ‘পৌরষপুর’।