বারুইপুরের একটি হোটেলে বিজেপি নেতা বাবুল সুপ্রিয় এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার রাতের এই বৈঠককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। কুণাল অবশ্য জানিয়েছেন, তিনি ক্যানিংয়ে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন। চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলেন ওই হোটেলে। একই সময়ে বিজেপি নেতারাও সেখানে আসেন। পূর্ব পরিচিত দুই নেতার সঙ্গে নেহাতই সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। বাবুল এবং শুভেন্দুও বিষয়টিকে 'কাকতালীয়' বলেছেন।