করোনা অতিমারীর মধ্যেই ডেঙ্গির প্রাদুর্ভাবের সম্ভাবনায় রীতিমতো আতঙ্কে ছিলেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। কিন্তু অগস্ট মাসের শেষে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে আশ্চর্যজনক ভাবে কমে গিয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলে গত বছর অগস্ট পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৩০২৪ জন। এ বছর সেই সংখ্যা মাত্র ১১৩! ওই জেলায় গ্রামীণ এলাকায় গত বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১৯৪৬। এই বছর সেই সংখ্যা ২২। দক্ষিণ ২৪ পরগনায় গত বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিনশো। এই বছর সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৯।
একই ছবি কলকাতাতেও। কলকাতা পুরসভা সূত্রের খবর, শহরে গত বছরের তুলনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ শতাংশ কম। কেন এই হ্রাস তার কারণ খুঁজতে গিয়ে স্বাস্থ্যকর্তাদের একাংশ দায়ি করছেন করোনা ও লকডাউনকে। তাঁদের মতে, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় ঠিকই, তবে হাইড্রক্সিক্লোরোকুইন খাওয়ার ফলে ডেঙ্গি কমছে কিনা খতিয়ে দেখা উচিত। লকডাউনে অনেকেই বাড়ি থেকে বেরোননি। তার সুফলও রয়েছে।