editorji এপ্প ডাউনলোড করুন
google apple
  1. home
  2. > করোনা
  3. > শ্রাদ্ধের আগের দিন বাড়ি ফিরলেন করোনায় 'মৃত' রোগী
replay trump newslist
up NEXT IN 5 SECONDS sports newslist
tap to unmute
00:00/00:00
NaN/0

শ্রাদ্ধের আগের দিন বাড়ি ফিরলেন করোনায় 'মৃত' রোগী

Nov 21, 2020 16:45 IST

ঠিক যেন সিনেমা! শ্রাদ্ধের আগের দিন হেঁটে বাড়ি ফিরলেন 'মৃত' ব্যক্তি। ততক্ষণে বাড়িতে সাদা কাপড়ের প্যান্ডেল বাঁধা হয়ে গিয়েছে। যাবতীয় আচার অনুষ্ঠান করে চলছে শ্রাদ্ধের প্রস্তুতি। এমন সময় বারাসতের জিএন আর সি হাসপাতাল থেকে ফোন করে মৃতের ছেলেকে জানানো হল, তাঁর বাবা সুস্থ হয়ে গিয়েছেন। তাঁকে বাড়ি পাঠানো হচ্ছে! পরিবার তো অবাক! এমনও হয়? খড়দহ থেকে বারাসতের হাসপাতালে গত ১১ নভেম্বর ভর্তি করা হয় শিবনাথ ব্যানার্জিকে। ১৩ নভেম্বর হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। করোনা বিধি মেনে দূর থেকে মৃতদেহ দেখানো হয় পরিবারকে, দাহ করা হয় হাসপাতালের তত্ত্বাবধানে। কিন্তু তারপর তাহলে কী ভাবে ফিরে এলেন তিনি? কার মৃত্যু সংবাদ দেওয়া হয়েছিল পরিবারকে? খুঁজতে গিয়ে উঠে এসেছে হাসপাতালের দায়। শিবনাথবাবুর অসুস্থতা এবং 'মৃত্যুসংবাদে'র পাশাপাশি চলতে থাকে আরও একটি ঘটনা। ওই হাসপাতালেই ভর্তি ছিলেন পলতার বাসিন্দা মোহিনী মোহন গোস্বামী। তাঁর পরিবারকে পর পর কয়েকদিন জানানো হচ্ছিল, ভালই আছেন রোগী। ক্রমশ সেরে উঠছেন তিনি। শুক্রবার মোহিনী মোহনকে রিলিজ করার কথা বলা হয়। গোস্বামী পরিবারের সদস্যরা হাসপাতালে রোগীকে নিতে গিয়ে যাঁকে দেখেন, তিনি বিরাটির শিবনাথবাবু। আকাশ থেকে পড়েন তাঁরা। সামনে আসে হাসপাতালের গাফিলতি৷ বোঝা যায়, দুই পরিবারের রোগীর নাম গুলিয়ে ফেলেছিল হাসপাতাল। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন।

করোনা