bengal celebrates new year amid covid | Editorji Bengali
editorji
editorji অ্যাপ ডাউনলোড করুনgoogle apple
  1. home
  2. > লাইফস্টাইল
  3. > হোক না অন্ধকার, হোক না দুঃসময়, তবু তো নতুন বছর
prev iconnext button of playermute button of playermaximize icon
mute icontap to unmute
video play icon
00:00/00:00
prev iconplay paus iconnext iconmute iconmaximize icon
close_white icon

হোক না অন্ধকার, হোক না দুঃসময়, তবু তো নতুন বছর

Apr 14, 2021 18:45 IST | By Editorji News Desk

এমন কঠিন সময়ে দিনগুলোতে আলো পড়তে চায়না, যতই বছরের প্রথম দিন হোক। টিভিতে, খবরের কাগজে, খাবার টেবিল জুড়ে শুধু ভয়ের খবর। আবার নতুন করে মৃত্যু মিছিলে অভ্যস্ত হয়ে পড়ছে মানুষ। এসবের মধ্যেই কালের নিয়মে চলে এল নতুন বছর। বাঙালির নতুন বছর, ১৪২৮। উৎসব-উদযাপনের বহর গত বছরের মতো এ'বছরেও কম। অতিমারীতে কেউ স্বজন হারিয়েছেন, কারোর প্রিয়জন পরবাসে। ভিডিও কলে সকাল বিকেল শুধু ভাগ করে নেওয়া আশঙ্কা, অবসাদ, দুশ্চিন্তা। একই অন্ধকার ছেয়ে রেখেছে গোটা বিশ্বকেই।

এরই মধ্যে মনে পড়ে যায় আজ পয়লা বৈশাখ। দূরে থাকা কাছের মানুষকেও মনে করিয়ে দেয় কেউ। অন্যান্যবারের মতো আড়ম্বর নেই অধিকাংশ ঘরেই। তবে গ্হস্থের রান্নাঘরে আজ যেন একটু এলাচের গন্ধ, দুধ জাল দেওয়া হচ্ছে। পায়েস হবে। বাড়ির সবচেয়ে ছোট কুচোটিকে হয়তো আসন পেতে ভাত বেড়ে দেওয়া হবে। বেঁচে থাকা গন্ধলেবুটুকু সেই পাবে।

শবনমদের বাড়ি সিমুই হলে এক বাটি ঠিক চলে আসবে রানুদের বাড়ি। এ বার বাদ পড়ল। ঝুপড়ির ঘরটায় আজ উনুন থেকে বেশি ধোঁয়া উঠবে, হ্যাঁ মুগ ডাল ফোড়নের গন্ধে ভরে যাবে চারপাশ।

মৃত্যুখাদের ধার দিয়ে হাঁটতে হাঁটতেও মানুষ জীবনের উদযাপন করে তাহলে? করে তো, করছে তো, করবেও যে যার মতো করে। বেঁচে থাকাটাই তো উদযাপন। বছরের প্রথম দিন। নতুনের শুরু। কত আশা, কত স্বপ্ন-যত্ন-ভালোবাসায় ভরিয়ে রাখতে চায় মানুষ আগামীর দিনগুলো। সবার জন্য ভালো দিন আসবে। আসবেই।

 

লাইফস্টাইল