সিনেমার নায়ক...কেমন হবে ? চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে... টল,হ্যান্ডসাম, স্মার্ট, রোম্যান্টিক । এককথায় 'জিসকি হার আদায়ে পে সবকে দিল ফিদা'। কোটি কোটি হৃদয় তো তাঁর উপরও ফিদা । সাদা টি শার্ট, কালো লেদার জ্যাকেট, জিন্স, চোখে কালো সানগ্লাস পরে যখন কলেজে এন্ট্রি নিয়েছিলেন অভিমুন্য সিং...চোখের পলক ফেলতে পারেনি কেউ । আর স্ক্রিনের এপারে বসে আমার-আপনাদের মতো কত মেয়ের মুখ থেকে হয়তো একটা শব্দই বেরিয়ে এসেছিল...উফ............. । যেমন,ফিগার, তেমন লুকস, দেখনদারি-তেই বাজিমাত করেছিলেন । বাদ মে তো গুণবিচারি । আর সেইসঙ্গে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি পেল নতুন হিরো । সিদ্ধার্থ মালহোত্রা ।
দিনটা আজ ১৬ জানুয়ারি । ক্যালেন্ডারের পাতায় লাল দাগ নেই । তবে, ভেরি স্পেশ্যাল ডে ফর সিড । দিল্লি কা মুন্ডা সিদ্ধার্থের আজ জন্মদিন । শুভেচ্ছাবার্তায় ভাসছে নায়কের সোশ্যাল মিডিয়া টাইমলাইন । ৪০ বছরের জন্মদিনটা সিদ্ধার্থ সেলিব্রেট করছেন স্ত্রী কিয়ারার সঙ্গেই ।
ছেলে বা মেয়ে ইঞ্জিনিয়র হবে বা ডাক্তার বা শিক্ষক... সন্তানকে ঘিরে এমন স্বপ্নই তো দেখেন বাবা-মায়েরা । সিদ্ধার্থের বাবা-মাও ব্যতিক্রম নন । সিডের বাবা মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন । মা হাউজওয়াইফ । দু'জনেই ছেলেকে ইঞ্জিনিয়র হিসেবে দেখতে চেয়েছিলেন । কিন্তু, এদিকে, ছেলের যে বরাবরই ঝোঁক অভিনয়ের দিকে । ছোট থেকেই বিভিন্ন ড্রামা বা নাচের শো করেছেন । সিদ্ধার্থ তখন ১৮, গ্ল্যামার ওয়ার্ল্ডে জার্নিটা শুরু হল মডেলিং দিয়ে । মাত্র চার বছর এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন । কিন্তু, তিনি ব়্যাম্প ছাড়লেও, ব়্যাম্প তাঁকে ছাড়েনি । তার উদাহরণ সম্প্রতি, একটি ফ্যাশন শো, যেখানে সিদ্ধার্থের ব়্যাম্প ওয়াক পুরো আগুন ।
সিদ্ধার্থ মালহোত্রার বলিউড জার্নিটা কিন্তু শুরু অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে । কর্ণ জোহরের 'মাই নেম ইজ খান'-এর সহ পরিচালক ছিলেন । তারপর ২০১২ সালে স্টুডেন্ড অফ দ্য ইয়ার সিনেমায় ডেবিউ হয় । তবে, তার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি । জানা গিয়েছে, ক্যামেরার পিছনে ক্ল্যাপার বয় হিসেবেও কাজ করতে হয়েছিল তাঁকে । তবে, সিদ্ধার্থের জীবনে করণ জোহর যে গড ফাদার, তা বলাই বাহুল্য । অনেকে তো আবার বলেন করণের সঙ্গে 'বিশেষ বন্ধুত্ব'-ই সিদ্ধার্থের কেরিয়ারের জ্যাকপট ।
বলিউডে অন্যতম জনপ্রিয় নায়কের কথা যখন হচ্ছে, তখন সেখানে মশালাদার গসিপ থাকবে না, তা কি হয় ? সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও জুড়ে আছে বড় বড় বিতর্ক । সে করণ জোহরের সঙ্গে বিশেষ সম্পর্কই হোক বা মাধুরী দীক্ষিতকে নিয়ে বেডরুম মন্তব্য কিংবা ব়্যাম্পে এক মডেলের সঙ্গে সিজলিং কেমিস্ট্রি...পেজ থ্রিতে রাতারাতি হেডলাইন হয়েছিল ।
বিতর্ক@ সিদ্ধার্থ
সিদ্ধার্থ সমকামী ?
করণ জোহরের হাত ধরেই সিলভার স্ক্রিনে ডেবিউ সিদ্ধার্থ মালহোত্রার । করণের ফেভারিটসের তালিকায় সবার উপরে সিদ্ধার্থ । দু'জনের মধ্যে শুধুই কি বন্ধুত্ব নাকি তার চেয়েও আরও বেশি ? করণ জোহরের প্রোডাকশন অফিসের বাইরে নাকি প্রায়ই ঘুরঘুর করতেন সিদ্ধার্থ । ছোটখাট মডেলিং করা সেই সিদ্ধার্থ একদিন ধর্মা প্রোডাকশনের সহকারী পরিচালক হয়ে গেলেন । করণ ঠিক করেন ছবিতে লঞ্চ করবেন সিদ্ধার্থকে । শোনা যায়, এরই মধ্যে দু'জনের বন্ধুত্ব এক বিশেষ পর্যায়ে পৌঁছে যায় । স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর আগে দু'জনে নাকি চুপিচুপি ঘুরতে যান প্রেমের শহর প্যারিসেও । দুই বছর নাকি তাঁরা সম্পর্কে ছিলেন । যদিও, এই বিষয়ে কোনওদিনই মুখ খোলেননি সিদ্ধার্থ বা করণ কেউই । তবে, এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে ফ্যাশন ডিজাইনার রোহিত বাল জানিয়েছিলেন, সিদ্ধার্থকে ছোট থেকেই চিনতেন । করণ ও তাঁর সম্পর্কের খবরে খুবই খুশি । 'বিশেষ বন্ধুত্ব' একসময় ভাঙল, তবে দু'জনের বন্ধুত্বটা রয়ে গেল অটুট । সম্প্রতি, দু'জনের ব়্যাম্প ওয়াক ভাইরাল হয়েছে । সেখানেও কিন্তু একটা অন্যরকম কেমিস্ট্রি নজর এড়ায়নি নিন্দুকদের ।
সিদ্ধার্থ ও বিদেশি মডেল
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে স্বপ্নের থেকেও কম কিছু ছিল না । হঠাৎ গত বছর একটি ফ্যাশন শো-এর একটি ভিডিও ভাইরাল হয় । সেখানে দেখা যায়, কিলার লুকে ব়্যাম্প ওয়াকে ঝড় তুলেছেন সিদ্ধার্থ । ঠিক সেইসময় একজন মডেল হঠাৎ সিদ্ধার্থকে তাঁর কাছে টেনে নেন । মঞ্চে তাঁদের রসায়ন নজর কাড়ে । রাতারাতি হেডলাইনও হয় । সেই ভিডিও শেয়ার করে ওই মডেল আলিসিয়া কৌর আবার লিখেছিলেন, সরি কিয়ারা । ওই ভিডিও নিয়ে কম বিতর্ক হয়নি । যদিও এই বিষয়ে মুখ খোলেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই ।
ইগো ও সিদ্ধার্থ
তারকা যখন, অনুরাগীদের আবদার তো একটু-আধটু রাখতেই হয় । সিদ্ধার্থ মালহোত্রাও তো আলাদা নন । তবে, একবার বিমানবন্দর থেকে বেরনোর সময় এক অনুরাগীর সঙ্গে সিদ্ধার্থের আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, বিমানবন্দর থেকে সিদ্ধার্থ মালহোত্রা যখন বেরোচ্ছিলেম তখন তাঁর দিকে ছুটে আসেন এক অনুরাগী । হাতে ধরা অভিনেতার একটি স্কেচ, যা তিনি নিজের হাতেই এঁকেছেন । তিনি বারবার বলতে থাকেন সিদ্ধার্থকে, ছবিটি উপহার দিতে চান । কিন্তু, ফিরেও তাকাননি সিদ্ধার্থ । নেটিজেনরা বলেন, কেন এত 'ইগো' সিদ্ধার্থের ।
মাধুরী ও বিতর্কিত মন্তব্য
মাধুরী দীক্ষিতের নাচের প্রশংসা করার সময় এক বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন সিদ্ধার্থ । অভিনেতা বলেছিলেন, 'মাধুরী একজন দুর্দান্ত ডান্সার ও তাঁর ডান্স মুভ ... । আর হ্যাঁ, এমন এক মেয়ে, যাকে তুমি তোমার বেডরুমে নিয়ে যেতে চাও।' ইয়া, দ্য গার্ল ইউ ওয়ান্না টেক টু ইউর বেডরুম ।
বলিউডে ১৩ বছরের কেরিয়ার সিদ্ধার্থ মালহোত্রার । ঝুলিতে ১৩ থেকে ১৫টি সিনেমা । ব্লকবাস্টারের সংখ্যাটা খুবই কম । সিদ্ধার্থের প্রথম সিনেমা স্টুডেন্ট অফ দ্য ইয়ার হিট হয় । এছাড়া, হিটের তালিকায় রয়েছে, 'এক ভিলেন','শেরশাহ','কাপুর অ্যান্ড সন্স'...আর ? উত্তর পেতে স্মৃতিতে একটু চাপ দিতে হবে বইকি । 'বার বার দেখো', হোক বা 'জাবারিয়া জোড়ি' কিংবা 'আইয়ারি'...ফ্লপ । সিনেমা বিশ্লেষকরা বলছেন, বলিউডে এখনও স্ট্রাগল করছেন সিদ্ধার্থ । একই সময়ে সিনেমায় ডেবিউ করা বরুণ ধাওয়ান, আলিয়া ভাটরা বলিউডে যে জায়গাটা তৈরি করেছেন, সেটা কি আদৌ তৈরি করতে পেরেছেন সিদ্ধার্থ ? বিতর্কিত প্রশ্ন । উত্তরটা না হয় তোলাই থাকল । বরং সিদ্ধার্থের ভাল কাজের অপেক্ষায় থাকি আমরা । এডিটরজি বাংলার তরফে সিদ্ধার্থ মালহোত্রাকে জন্মদিনের শুভেচ্ছা