deepfake: রশ্মিকা মন্দানার মতো ফেক ভিডিও থেকে বাঁচুন এইভাবে

By Editorji News Desk
Published on | Nov 07, 2023

বিপদে কারা?

যে কেউ এই বিপদে পড়তে পারেন। প্রতারকরা যেকোনও ছবি দিয়ে নকল ছবি তৈরি করতে পারে। কোনও অশ্লীল ছবির সঙ্গে অন্য কারোর মুখ সংযুক্ত করা সম্ভব।

Image Credit: twitter

ছবি সংগ্রহ

যেকোনও সোশ্যাল মিডিয়া থেকে হাই রেজলিউশন ছবি সংগ্রহ করে প্রতারকরা। তারপর সেই ছবি দিয়ে তৈরি হয় ডিপ ফেক।

Image Credit: twitter

কীভাবে তৈরি করা হয়?

ডিপ ফেক তৈরির জন্য একাধিক সফ্টওয়ার ব্যবহার করে প্রতারকরা। ডিজাইন সফ্টওয়ার যেমন থাকে তেমন একাধিক ক্লোনিং সফ্টওয়ারও ব্যবহার করা হয়।

Image Credit: twitter

বিপদ থেকে কীভাবে রক্ষা

যেকোনও সাইটে নিজের ছবি আপলোড করবেন না। সোশ্যাল মিডিয়াতেও ছবি আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকবেন।

Image Credit: twitter

সমাধান কীভাবে?

নিজে সচেতন থাকলে তবেই ডিপ ফেক প্রতিরোধ করা সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলেন, কম রেজলিউশনের ছবি দিলে সেই ছবি প্রতারকরা খুব একটা কাজে লাগাতে পারে না।

Image Credit: twitter