যে কেউ এই বিপদে পড়তে পারেন। প্রতারকরা যেকোনও ছবি দিয়ে নকল ছবি তৈরি করতে পারে। কোনও অশ্লীল ছবির সঙ্গে অন্য কারোর মুখ সংযুক্ত করা সম্ভব।
যেকোনও সোশ্যাল মিডিয়া থেকে হাই রেজলিউশন ছবি সংগ্রহ করে প্রতারকরা। তারপর সেই ছবি দিয়ে তৈরি হয় ডিপ ফেক।
ডিপ ফেক তৈরির জন্য একাধিক সফ্টওয়ার ব্যবহার করে প্রতারকরা। ডিজাইন সফ্টওয়ার যেমন থাকে তেমন একাধিক ক্লোনিং সফ্টওয়ারও ব্যবহার করা হয়।
যেকোনও সাইটে নিজের ছবি আপলোড করবেন না। সোশ্যাল মিডিয়াতেও ছবি আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকবেন।
নিজে সচেতন থাকলে তবেই ডিপ ফেক প্রতিরোধ করা সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলেন, কম রেজলিউশনের ছবি দিলে সেই ছবি প্রতারকরা খুব একটা কাজে লাগাতে পারে না।