Durga Puja 2023: ঠাকুর দেখতে সরকারি ব্যবস্থা, বুকিং কীভাবে?

By Editorji News Desk
Published on | Oct 15, 2023

কী ব্যবস্থা?

পরিবহণ দফতর এবং পর্যটন দফতরের তরফে এই বিশেষ উদ্য়োগ নেওয়া হয়েছে। বেশ কয়েকটি নামী বড় পুজো দেখে নিতে পারবেন।

Image Credit: twitter

কীভাবে বুকিং?

অনলাইনে বুকিং প্রক্রিয়া সম্ভব। তারজন্য নির্দিষ্ট ওয়েবসাইটে লগইন করতে হবে। এবং সেখান থেকেই পেমেন্ট করা সম্ভব।

Image Credit: twitter

বুকিং প্রক্রিয়া-

প্রথমে www.wbtconline.in- এই ওয়েবসাইটে ঢুকে পুজো পরিক্রমা অপশনে ক্লিক করুন। সেখান থেকে পছন্দের ডেট সিলেক্ট করুন। এবং বুকিং করুন।

Image Credit: twitter

পর্যটন দফতরে বুকিং প্রক্রিয়া

wbtdcl.com-এই ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে রয়েছে দুর্গা পুজো পরিক্রমা অপশন। ওই অপশনে ক্লিক করলেই একাধিক প্যাকেজ এবং খরচ দেখা যাবে।

Image Credit: twitter

বুকিং প্রক্রিয়া-

পছন্দের প্যাকেজের পাশেই ভিউ ডিটেলস অপশন রয়েছে। সেখানে ক্লিক করলেই বুকিং করতে পারবেন।

Image Credit: twitter

খরচ কত?

বিভিন্ন প্যাকেজের জন্য বিভিন্ন খরচ রয়েছে। সেগুলি সাধারণের নাগালে। তবে যে প্যাকেজে খাবার দেওয়া হবে সেখানে খরচ তুলনায় একটু বেশি।

Image Credit: twitter