পরিবহণ দফতর এবং পর্যটন দফতরের তরফে এই বিশেষ উদ্য়োগ নেওয়া হয়েছে। বেশ কয়েকটি নামী বড় পুজো দেখে নিতে পারবেন।
অনলাইনে বুকিং প্রক্রিয়া সম্ভব। তারজন্য নির্দিষ্ট ওয়েবসাইটে লগইন করতে হবে। এবং সেখান থেকেই পেমেন্ট করা সম্ভব।
প্রথমে www.wbtconline.in- এই ওয়েবসাইটে ঢুকে পুজো পরিক্রমা অপশনে ক্লিক করুন। সেখান থেকে পছন্দের ডেট সিলেক্ট করুন। এবং বুকিং করুন।
wbtdcl.com-এই ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে রয়েছে দুর্গা পুজো পরিক্রমা অপশন। ওই অপশনে ক্লিক করলেই একাধিক প্যাকেজ এবং খরচ দেখা যাবে।
পছন্দের প্যাকেজের পাশেই ভিউ ডিটেলস অপশন রয়েছে। সেখানে ক্লিক করলেই বুকিং করতে পারবেন।
বিভিন্ন প্যাকেজের জন্য বিভিন্ন খরচ রয়েছে। সেগুলি সাধারণের নাগালে। তবে যে প্যাকেজে খাবার দেওয়া হবে সেখানে খরচ তুলনায় একটু বেশি।