Best Racing Game: রেসিং গেম পছন্দ? ফোনে অবশ্যই রাখুন এগুলি

By Editorji News Desk
Published on | Sep 30, 2023

ড্রাইভ (Drive)

অত্যন্ত জনপ্রিয় এই মোবাইল গেমটি আপনি ফোনে রাখতেই পারেন। দুর্দান্ত গ্রাফিক্স খেলার ইচ্ছা কয়েকগুন বাড়িয়ে দেবে।

Image Credit: twitter

হাইপারবারনার (Hyperburner)

বলা যেতে পারে এটি একটি প্রো লেভেন রেসিং গেম। হাই স্পিড রেসিং গেম যাঁরা পছন্দ করেন তাঁরা নিজেদের ফোনে এই গেমটি রাখতেই পারেন।

Image Credit: twitter

রিপটাইড জিপি (Riptide GP)

দুর্ধর্ষ গ্রাফিক্স, সঙ্গে আকর্ষণীয় সাউন্ডট্র্যাক রয়েছে এই গেমটিতে। যাঁরা রেসিং গেম খেলতে পছন্দ করেন তাঁদের অবশ্যই এই গেমটি খেলা উচিত।

Image Credit: twitter

রাশ ব়্যালি ৩ (Rush Rally 3)

সোলো এবং মাল্টিপ্লেয়ারে খেলার সুবিধা রয়েছে এই গেমটি। এছাড়াও আরও একটি বড় সুবিধা হল এই গেমে টাচ প্যানেলটি নিজের সুবিধামতো পরিবর্তন করতে পারবেন।

Image Credit: twitter

অ্য়াসফল্ট ৯ (Asphalt 9)

রেসিং গেম পছন্দ করেন অথচ অ্য়াসফল্ট ৯ খেলেননি এমন কোনও প্লেয়ার হয়তো খুঁজে পাওয়া যাবে না। রিয়েল ওয়ার্ল্ড গাড়ি নিয়েই তৈরি হয়েছে গেমটি।

Image Credit: twitter