Laxmi Puja LED Decoration: লক্ষ্মী পুজোয় LED দিয়ে ঘর সাজান

By Editorji News Desk
Published on | Oct 27, 2023

LED Rope Light

এটি মূলত LED চেইন লাইট। অর্থাৎ একটি চেইনের মধ্যে প্রচুর LED বাল্ব লাগানো থাকে। এক কালার বা বিভিন্ন কালারের হতে পারে সেই লাইট।

Image Credit: twitter

Swastik LED Light

পুজোর ঘরে এই লাইট ব্যবহার করতে পারেন। আকৃতি পুরোপুরি স্বস্তিকের ন্যায়। ঝুলন্ত অবস্থায় রাখতে পারেন। এই লাইট ঘরের লুকই বদলে দেবে।

Image Credit: twitter

Flower LED Light

সাধারণ LED লাইটের মতোই এটি। কিন্তু প্রতিটি বাল্বকে একটি করে ছোটো ফুলের আকৃতি দেওয়া হয়েছে।

Image Credit: twitter

Diya LED Light

অনেকে এটাকে ডিজিট্যাল প্রদীপও বলেন। একদম প্রদীপের মতোই দেখতে। কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে জ্বলবে। পুজোর স্থান সাজিয়ে তুলুন এই আলো দিয়ে।

Image Credit: twitter

দাম কেমন

প্রতিটি LED লাইটই সাধ্যের মধ্যে। অনলাইন বা অফলাইনে কিনতে হলে ৫০০ টাকার মধ্যেই পাবেন এই লাইটগুলি। অনলাইনে কিনলে বেশ কিছু ডিসকাউন্টও পেতে পারেন।

Image Credit: twitter