Smartphone Tips: স্মার্টফোনের বয়স ৩? যে কাজগুলি অবশ্যই করবেন

Smartphone Tips: স্মার্টফোনের বয়স ৩? যে কাজগুলি অবশ্যই করবেন

By Editorji News Desk
Published on | Jan 23, 2024
সফ্টওয়ার আপডেট

সফ্টওয়ার আপডেট

নিয়মিত ফোনের সফ্টওয়ার আপডেট করবেন। এর ফলে ফোনের মধ্যে সিকিউরিটি প্যাচ ফাইলগুলি আপডেট করা সম্ভব হবে।

Image Credit: twitter
লাইট ভার্সন ব্যবহার

লাইট ভার্সন ব্যবহার

ফোন যত পুরনো হয় ততই স্টোরেজ কমতে থাকে। সেকারণে অ্য়াপের লাইট ভার্সন ব্যবহার করা উচিত। এর ফলে স্টোরেজ কম খরচ হয়।

Image Credit: twitter
অ্য়াপ আনইনস্টল

অ্য়াপ আনইনস্টল

অপ্রয়োজনীয় অ্য়াপ আনইনস্টল করে দেবেন। এর ফলে ফোনের স্টোরেজ অনেকটা ফাঁকা হবে।

Image Credit: twitter

ফ্য়াক্টরি রিসেট

ফোন পুরনো হলে স্লো হতে শুরু করে। সেকারণে ফ্যাক্টরি রিসেট ব্যবহার করবেন। তবে সাধারণ ভাবে এটি করতে নিষেধ করা হয়। কারণ এর ফোনের সব তথ্য মুছে যায়।

Image Credit: twitter

স্টোরেজ ফাঁকা

ফোনের অপ্রয়োজনীয় ফাইল, ছবি ইত্যাদি ডিলিট করে দেবেন। স্পেশ ফাঁকা থাকলে ফোনে সমস্যা কম দেখা দেয়।

Image Credit: twitter