5 Best Tennis Player: টেনিস দুনিয়ায় সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ী যাঁরা

By Editorji News Desk
Published on | Jan 21, 2024

রয় এমারসন

বিয়ন বর্গের থেকে একটি বেশি গ্র্যান্ডস্লাম জিতে পাঁচ নম্বরে আছেন রয় এমারসন। অস্ট্রেলিয়ার এই টেনিস তারকা পরিসংখ্যানে সাম্প্রাসের ঠিক পরই আছেন।

Image Credit: Wikipedia

পিট সাম্প্রাস

১৪টি গ্র্যান্ডস্লাম জিতে রেকর্ড গড়েছিলেন পিট সাম্প্রাস। সাতবার উইম্বলডন ও ৫বার ইউএস ওপেন জেতেন আমেরিকান টেনিস তারকা।

Image Credit: Wikipedia

রজার ফেডেরার

প্রথম ২০তম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন। টেনিস বিশ্বে উইম্বলজনের সম্রাট রজার ফেডেরার। তাঁর ক্লাসিক শটস এখনও মিস করেন টেনিসপ্রেমীরা।

Image Credit: Wikipedia

রাফায়েল নাদাল

দুই নম্বরেই আছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ক্লে কোর্টের রাজা বলা হয় তাঁকে। গত কয়েকবছর চোটকে সঙ্গী করে লড়াই। ২২টি গ্র্যান্ডস্ল্যাম আছে তাঁর।

Image Credit: Wikipedia

নোভাক জোকোভিচ

এই মুহূর্তে বিশ্বের একাধিপত্য নোভাক জোকোভিচের। ২৪টি গ্র্যান্ডস্লাম জিতে এক নম্বরে তিনি। ১০বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক।

Image Credit: Wikipedia