5 Best Moments Of IND-PAK: ৫ বিশ্বকাপে সেরা ভারত-পাক ম্যাচ

By Editorji News Desk
Published on | Oct 13, 2023

১৯৯২ বিশ্বকাপ

এই বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। কিপার কিরণ মোরের আওয়াজে বিরক্ত হন জাভেদ মিয়াদাঁদ। তাঁকে ভেঙান। ওই ম্যাচে হারে পাকিস্তান।

Image Credit: X

১৯৯৬ বিশ্বকাপ

আমির সোহেল ভেঙ্কটেশ প্রসাদকে ব্যাট দিয়ে বাউন্ডারির দিকে নিশানা করেন। পরের বলেই তাঁকে আউট করেন প্রসাদ।

Image Credit: X

২০০৩ বিশ্বকাপ

২০০৩ বিশ্বকাপে সচিন ও আখতারের প্রতিদ্বন্দ্বিতা ছিল অনবদ্য। বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে সচিনের আপার কাট এখনও অবিস্মরণীয়।

Image Credit: X

২০১১ বিশ্বকাপ

২০১১ বিশ্বকাপে মোহালিতে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। পাক অধিনায়ক আফ্রিদিকে ফিরিয়ে গর্জন করেন হরভজন সিং। যা ভারত-পাক ম্যাচের সেরা মুহূর্ত।

Image Credit: X

২০১৯ বিশ্বকাপ

এই বিশ্বকাপে বাবর আজমের উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ফাখর ও বাবরকে ফেরান কুলদীপ। ওই বিশ্বকাপেও পাকিস্তানকে হারায় ভারত।

Image Credit: X