পুজোর সময় যে কোনও ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে খুব মানানসই মিমির এই ওভাল শেপের সানগ্লাসটি।
যে কোনও ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে রেট্রো লুক নিয়ে আসতে নুসরতের এই ওয়েফেরার স্টাইলের সানগ্লাসটি সঙ্গে রাখতে পারেন।
যারা একটু বড় মাপের সানগ্লাস পরতে পছন্দ করেন তাঁদের জন্য একেবারে পারফেক্ট কৌশানীর এই বাটারফ্লাই সানগ্লাসটি।
যে কোনও পোশাকের সঙ্গে পুজোয় একটু ফাঙ্কি আর কুল লুক চাইলে সঙ্গে রাখতে পারেন অভিনেত্রী তৃণা সাহার মতো ডবল ব্রিজ রাউন্ড সানগ্লাস।
একটু বড় চশমা পরতে চাইলে কোয়েলের এই ওভারসাইজ সানগ্লাসটা সঙ্গে রাখতে পারেন। বেশ অন্যরকম এই সানগ্লাস পুজোয় একটু অন্যরকম লুক এনে দেবে আপনাকে।
ক্যাট আই ফ্রেমের চশমা অনেকেই পছন্দ করেন। পুজোয় সোহিনীর মতো লুক পেতে একবার ক্যাট আই সানগ্লাস ট্রাই করেও দেখতে পারেন।
ইন্দো-ওয়েসটার্ন যে কোনও পোশাকের সঙ্গেই মানায় তৃণার এই সানগ্লাসটি।