Top 7 Sunglass Style: সানগ্লাসের সাতকাহন

By Editorji News Desk
Published on | Oct 18, 2023

ওভাল শেপের সানগ্লাস

পুজোর সময় যে কোনও ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে খুব মানানসই মিমির এই ওভাল শেপের সানগ্লাসটি।

Image Credit: ফেসবুক

ওয়েফেরার

যে কোনও ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে রেট্রো লুক নিয়ে আসতে নুসরতের এই ওয়েফেরার স্টাইলের সানগ্লাসটি সঙ্গে রাখতে পারেন।

Image Credit: ফেসবুক

বাটারফ্লাই

যারা একটু বড় মাপের সানগ্লাস পরতে পছন্দ করেন তাঁদের জন্য একেবারে পারফেক্ট কৌশানীর এই বাটারফ্লাই সানগ্লাসটি।

Image Credit: ফেসবুক

ডবল ব্রিজ রাউন্ড সানগ্লাস

যে কোনও পোশাকের সঙ্গে পুজোয় একটু ফাঙ্কি আর কুল লুক চাইলে সঙ্গে রাখতে পারেন অভিনেত্রী তৃণা সাহার মতো ডবল ব্রিজ রাউন্ড সানগ্লাস।

Image Credit: ফেসবুক

ওভারসাইজ সানগ্লাস

একটু বড় চশমা পরতে চাইলে কোয়েলের এই ওভারসাইজ সানগ্লাসটা সঙ্গে রাখতে পারেন। বেশ অন্যরকম এই সানগ্লাস পুজোয় একটু অন্যরকম লুক এনে দেবে আপনাকে।

Image Credit: ফেসবুক

ক্যাট আই সানগ্লাস

ক্যাট আই ফ্রেমের চশমা অনেকেই পছন্দ করেন। পুজোয় সোহিনীর মতো লুক পেতে একবার ক্যাট আই সানগ্লাস ট্রাই করেও দেখতে পারেন।

Image Credit: ফেসবুক

রাউন্ড সানগ্লাস

ইন্দো-ওয়েসটার্ন যে কোনও পোশাকের সঙ্গেই মানায় তৃণার এই সানগ্লাসটি।

Image Credit: ফেসবুক