Top 7 National Incident: এ বছরের ভারত কাঁপানো সেরা সাত ঘটনা কোনগুলো?

By Editorji News Desk
Published on | Jan 22, 2024

চন্দ্রযান ৩

২০২৩ সালে ভারতীয়রা সবচেয়ে বেশি গুগল সার্চ করেছেন চন্দ্রযান-৩ নিয়ে৷ কেবল মহাকাশ গবেষণার ক্ষেত্রেই নয়, ভারত যে প্রকৃত অর্থেই গ্লোবাল পাওয়ারে পরিণত হয়েছে

Image Credit: facebook

বিশ্বকাপ ক্রিকেটে ব্যর্থতা

বিশ্বকাপে দুর্দান্ত খেলেও ফাইনালে হার টিম ইন্ডিয়ার। একটুর জন্য স্বপ্নভঙ্গ হল দেশবাসীর।

Image Credit: facebook

শাহরুখ খানের কামব্যাক

পাঠান, জওয়ান-এর পরে ডাংকি। এক বছরে তিনটে রিলিজ! দুটো ইতিমধ্যেই সুপারডুপার হিট৷ ২০২৩ দেখল শাহরুখ খানের কামব্যাক।

Image Credit: facebook

মনিপুর

মনিপুরের ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষ ২০২৩ সালের সবচেয়ে যন্ত্রণাদায়ক অধ্যায়। এখনও সেই আগুন নেভেনি। প্রাণ হারালেন অসংখ্য মানুষ।

Image Credit: facebook

উত্তরাখণ্ডের সুড়ঙ্গ

উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য উদ্বেগে রাত দেখেছে গোটা দেশ। অবশেষে তাঁদের মুক্তিতে হাঁফ ছেড়েছে বেঁচেছেন কোটি কোটি ভারতবাসী।

Image Credit: facebook

বালাসোর ট্রেন দুর্ঘটনা

ওড়িশার বালাসোরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা নাড়িয়ে দিয়ে গিয়েছে গোটা দেশকে। প্রাণ হারিয়েছেন ২৯৬ জন মানুষ।

Image Credit: facebook

যোশীমঠের প্রাকৃতিক বিপর্যয়

যোশীমঠে একের পর এক ভূমিধ্বসের ঘটনায় নড়েচড়ে বসতে বাধ্য হয়েছেন সকলে। কেন্দ্রীয় সংস্থাগুলির রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ পরিস্থিতির ছবি।

Image Credit: facebook