5 Remedies For Dandruff: শীত পড়তেই অত্যাধিক খুসকি? রইল পাঁচ ঘরোয়া উপায়

By Editorji News Desk
Published on | Jan 05, 2024

পেঁয়াজ

খুসকি থেকে মুক্তি পেতে পেঁয়াজ ব্যবহার করেতে পারেন। কারণ পেঁয়াজ খুশকি সৃষ্টিকারী ব্যাকটিরিয়াকে মেরে ফেলে।

Image Credit: ফেসবুক

লেবু

খুসকি নিয়ন্ত্রণ করতে লেবুর রস খুবই উপকারী। স্নানের আগে একটি পাত্রে লেবুর রস আর দই মিশিয়ে নিন। সেটি মাথায় মেখে রেখে দিন ১ ঘণ্টা।

Image Credit: ফেসবুক

অ্যালোভেরা

অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন ক্যাসটার অয়েল। মিশ্রণ চুলে আধ ঘন্টা লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে নিলে খুসকি কমে যায়।

Image Credit: ফেসবুক

জবা ফুল

নারকেল তেলের সঙ্গে জবা ফুল ফুটিয়ে তেল বানিয়ে নিন। এই তেল চুলে মাখলে খুসকি কমে যায়।

Image Credit: ফেসবুক

নিমপাতা

গরম জলে নিমপাতা ফুটিয়ে নিয়ে সেই জল মাথায় ঢেলে নিন। এতে খুশকি দূর হয়ে যায়।

Image Credit: ফেসবুক