শীতকালে ত্বকের যত্নে মধু খুবই উপকারী। আপনার তৈলাক্ত ত্বক হলে গাজর এবং মধুর ফেসপ্যাক লাগাতে পারেন। এই ফেসপ্যাক ত্বককে উজ্জ্বল এবং সতেজ রাখে।
মুলতানি মাটির ফেসপ্যাক ত্বককে গভীর থেকে পরিষ্কার করে। একটি পাত্রে মুলতানি মাটি আর গোলাপজল মিশিয়ে প্যাকটি তৈরি করুন। ১৫-২০ মিনিট মেখে ধুয়ে নিন।
শীতের মরশুমি ফল কমলালেবু। শীতকালে উজ্জ্বল ত্বক পেতে চন্দনের সঙ্গে কমলালেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে নিতে পারেন।
তুলসি পাতা ভাল করে ধুয়ে বেটে নিয়ে মুখে লাগান। তুলসি পাতায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে যা সহজেই ত্বকের দাগ ছোপ দূর করে।
উজ্জ্বল ত্বক পেতে আল্যোভেরার জুড়ি মেলা ভার। হলুদের সঙ্গেও অ্যালোভেরা মিশিয়ে প্যাক লাগালে সহজেই উজ্জ্বল ত্বক পাবেন।