Top 5 Bathroom Plant: স্নানঘরের শোভা বাড়াবে এই পাঁচ গাছ, রইল হদিশ

By Editorji News Desk
Published on | Jan 11, 2024

গাছের হদিশ

গরম জলে স্নান করার জন্য বাথরুম আদ্র হয়। ফলে সব গাছ সেখানেই বাড়তে পারে না। তাই আজ রইল বিশেষ কয়েকটি গাছের হদিশ।

Image Credit: ফেসবুক

অ্যালোভেরা গাছ

বাথরুমের জানালায় রাখতে পারেন অ্যালোভেরা গাছ। এতে কম জল লাগে আর আদ্রতার সত্ত্বেও এই গাছ বেড়ে ওঠে নিজে থেকেই।

Image Credit: ফেসবুক

বাঁশ গাছ

বাথরুমে খুব বেশি আলো প্রবেশ করে না তাই অল্প আলোয় বেড়ে ওঠে এমন গাছ লাগাতে হয় বাথরুমে। এক্ষেত্রে আপনি বাঁশ গাছ লাগাতে পারেন।

Image Credit: ফেসবুক

অর্কিড গাছ

বাথরুমে যদি সামান্য ফুল চান তাহলে অর্কিট গাছ রাখতে পারেন। ফুল শোভা বাড়াবে স্নান ঘরের।

Image Credit: ফেসবুক

স্নেক প্ল্যান্ট

অল্প আলো, অল্প জলে খুব সহজেই বেড়ে ওঠে স্নেক প্ল্যান্ট। এই গাছ বাথরুমের ইয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে।

Image Credit: ফেসবুক

ফার্ন গাছ

কম আলো আর প্রচন্ড আর্দ্র আবহাওয়ায় বেড়ে উঠতে পারে এই গাছগুলি। ফলে বাথরুমে লাগাতে পারেন ফার্নগাছ।

Image Credit: ফেসবুক