5 Healthy Hot Drinks For Winter: শীতে উষ্ণ থাকার পাঁচ অব্যর্থ পানীয়

By Editorji News Desk
Published on | Jan 04, 2024

ক্যামোমাইল চা

স্বাস্থ্য ভাল রাখতে, ঘুমের সমস্যা দূর করতে এবং শীতকালে শরীরের উষ্ণতা বজায় রাখতে ক্যামোমাইল চায়ের জুড়ি মেলা ভার। ডিনারের পর এই চা পান করতে পারেন।

Image Credit: ফেসবুক

মশলা চা

লবঙ্গ, এলাচ, আদা, গোলমরিচের গুঁড়ো, তেজপাতা দিয়ে তৈরি হয় মশলা চা। এই চা শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে এবং হজমে সাহায্য করে।

Image Credit: ফেসবুক

গরম জল আর লেবু

সকালে উঠে গরম জলের মধ্যে লেবু দিয়ে পান করতে পারেন। এই পানীয়ে ভিটামিন সি থাকে। এছাড়াও এটি ইম্যুনিটি বাড়াতে সাহায্য করে।

Image Credit: ফেসবুক

গরম নারকেল জল

শীতকালে শরীর উষ্ণ রাখতে ডাবের জল খুবই উপকারী। কিন্তু এক্ষেত্রে ডাবের জল পান করার আগে তা সামান্য গরম করে সামান্য লেবু দিয়ে পান করা উচিত।

Image Credit: ফেসবুক

হলুদ দেওয়া দুধ

গরম দুধের মধ্যে হলুদ, আদা, দারচিনি এবং মধু দিয়ে পান করতে পারেন। এই পানীয় শরীরকে উষ্ণ রাখে এবং ইম্যিউনিটি বাড়ায়।

Image Credit: ফেসবুক