বছরের প্রথম দিনটা উদযাপনের মেজাজেই ছিল গোটা বাংলা। নানা দর্শনীয় স্থানে ছিল ঠাসা ভিড়।
তবে, সবচেয়ে বেশি ভিড় হয়েছিল রাজ্যের চিড়িয়াখানাওগুলোয়। পাঁচ বছরের রেকর্ড ভেঙে পয়লা জানুয়ারি ।
রেকর্ড গড়েছে আলিপুর চিড়িয়াখানা, শিলিগুড়ির বেঙ্গল সাফারি, কোচবিহারের রসিক বিল, দার্জিলিঙ্গের চিড়িয়াখানার মতো স্থান
বছরের প্রথম দিনেই সরকারের আয় হয়েছে ৬২ লক্ষ টাকা।
রাজ্যজুড়ে বন দফতরের অধীনে থাকা সমস্ত চিড়িয়াখানায় মোট ভিড় হয়েছে ১ লক্ষ ২১ হাজারেরও বেশি।
একেবারে নতুন চিড়িয়াখানা হিসেবে তাক লাগিয়েছে গড়চুমুক চিড়িয়াখানা। বছরের প্রথম দিনে এখানে লোক এসেছেন প্রায় ৪ হাজার