West Bengal Weather Update: বঙ্গে ভরা হেমন্ত, কমবে তাপমাত্রা

By Editorji News Desk
Published on | Oct 29, 2023

'হেমন্ত' এসে গেছে...

সকাল বেলা শীত শীত, তারপর উধাও। আবার রাতে চাদর না হলে চলছে না। একেবারে ভরা হেমন্তের আবহাওয়া বাংলায়।

Image Credit: pixabay

বৃষ্টি নেই...

শীত গুটি গুটি পায়ে বাংলায় এন্ট্রি নিলেও, আপাতত কদিন বৃষ্টির দেখা মিলবে না বাংলায়।

Image Credit: pixabay

রাতে তাপমাত্রা কমবে...

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুই তিন দিন, রাতে তাপমাত্রা নামবে আরও ২ ৩ ডিগ্রি করে।

Image Credit: pixabay

তাপমাত্রা...

শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, সর্ব নিম্ন ছিল ২৩.৪ ডিগ্রি।

Image Credit: pixabay

শুষ্ক আবহাওয়া...

আপাতত কদিন বাংলার বাতাসে আর্দ্রতা কম থাকবে, মূলত শুষ্ক থাকবে আবহাওয়া ।

Image Credit: pixabay