Lakshmi Puja 9 Types Bhog:এই নয় ভোগেই প্রসন্ন ধনদেবী লক্ষ্মী

By Editorji News Desk
Published on | Oct 27, 2023

খিচুড়ি

কোজাগরী লক্ষ্মীপুজোয় খিচুড়ি ভোগ খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ বাড়িতেই এদিন খিচুড়ির আয়োজন করা হয়।

Image Credit: ফেসবুক

লাবড়া

খিচুড়ি বানালে তার সঙ্গে সব থেকে প্রচলিত পদ নানা রকমের সবজি দিয়ে তৈরি লাবড়া।

Image Credit: ফেসবুক

পাঁচ রকমের ভাজা

খিচুড়ি-লাবড়ার সঙ্গে দেবীর নৈবেদ্যে দেওয়া হয় পাঁচ রকমের ভাজা। মূলত বেগুন, আলু, পটল, কুমড়ো , ঢেঁড়স এই পাঁচ সবজি ভেজে দেওয়া হয়।

Image Credit: ফেসবুক

ফুলকপির তরকারি

খিচুড়ি, লাবড়া, পাঁচ রকমের ভাজার পাশাপাশি লক্ষ্মী পুজোর ভোগে ফুলকপির তরকারিও বানিয়ে ফেলতে পারেন।

Image Credit: ফেসবুক

চাটনি

লক্ষ্মী পুজোর ভোগে টম্যাটো কিংবা আমসত্বের চাটনির আয়োজন করতে পারেন।

Image Credit: ফেসবুক

পায়েস

লক্ষ্মী পুজোয় চালের পায়েস তো বানানো হয়। এ ছাড়াও ছানার পায়েস কিংবা খেঁজুর গুঁড়ের পায়েস বানাতে পারেন।

Image Credit: ফেসবুক

নাড়ু

ধনদেবীকে বাড়িতে তৈরি করে নারকেল নাড়ু কিংবা গুড়ের নাড়ু নিবেদন করতেই পারেন।

Image Credit: ফেসবুক

মুড়ির মোয়া, মুড়কি

লক্ষ্মী পুজোয় নারকেল নাড়ুর পাশাপাশি মুড়ির মোয়া, মুড়ি-মুড়কি, নারকেল কোড়ানো দেওয়া কিন্তু আবশ্যক।

Image Credit: ফেসবুক

সুজি, লুচি

অনেক বাড়িতেই চালের ভোগ দেওয়ার রীতি নেই। তাঁরা বানিয়ে ফেলতে পারেন সুজি এবং লুচি।

Image Credit: ফেসবুক