Lakshmi Puja 2023: রইল ঘট স্থাপন এবং পাঁচালি পড়ার নিয়ম

By Editorji News Desk
Published on | Oct 27, 2023

পুজোর শেষে

লক্ষ্মীর পাঁচালি সব সময় পুজোর শেষে পড়তে হয়। পাঁচালিতে মূলত লক্ষ্মী পুজোর নিয়ম এবং মন্ত্র লেখা থাকে।

Image Credit: ফেসবুক

ঘট স্থাপন

প্রথমে গঙ্গা মাটি গোল করে রাখতে হয়। তার উপরে পাঁচটা ধান রেখে জল ভরা ঘট স্থাপন করতে হয়।

Image Credit: ফেসবুক

পল্লব

ঘটের উপর সিঁদুরের পুত্তলিকা এঁকে তার উপর পল্লব রাখুন। পল্লবের প্রতিটি পাতায় সিঁদুরের ফোঁটা আঁকুন।

Image Credit: ফেসবুক

নিয়ম

এবার নিয়ম অনুযায়ী, ঘটের পল্লবের উপর একটি গোটা ফল এবং ফুল রেখে ঘট স্থাপন সম্পন্ন করুন।

Image Credit: ফেসবুক

পাঁচালি

ঘট বসিয়ে তারপর পাঁচালি পড়তে হয়। কথায় আছে যাঁরা লক্ষ্মী পাঁচালি পড়েন এবং শ্রবণ করেন তাদের সবাইকে ধনও লাভ করতে সাহায্য করেন দেবী।

Image Credit: ফেসবুক

নিয়ম

পাঁচালি পড়ার সময় হাতে ফুল, দূর্বা ও বেলপাতা রাখতে হয়।

Image Credit: ফেসবুক

আরতি

পাঁচালি পড়ার পর ধূপ, ধুনা জ্বেলে আরতি করতে হয়।

Image Credit: ফেসবুক

পুজো সমাপ্তি

পাঁচালি পড়ে আরতির শেষে ঘটে তেল, সিঁদুর, গোটা পান ও সুপুরি দিয়ে দিন। সবশেষে হুলুধ্বনি দিয়ে সিঁথিতে সিঁদুর পরে নিয়ে পুজো সমাপ্ত করতে হয়।

Image Credit: ফেসবুক