শীতের কলকাতায় উৎসবের রং আরও বাড়িয়ে তুলতে শুরু হয়েছে হস্তশিল্প মেলা। নিউটাউনের ইকো পার্কে থাকছে হস্তশিল্পের বিপুল সম্ভার।
২৪ নভেম্বর থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।
বাংলার কুটির শিল্পকে তুলে ধরতে এই মেলার থাকছে প্রায় ৩০০০ স্টল
অসাধারণ পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা৷ বেত, কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালি, বালুচরি শাড়ি সবই পাওয়া যাচ্ছে হস্তশিল্প মেলায়।
পুরুলিয়ার ছৌ, বর্ধমানের ডোকরা, পূর্ব মেদিনীপুরের পটচিত্র, মুর্শিদাবাদের সিল্ক- গোটা রাজ্যের হস্তশিল্পের সম্ভার এই মেলায়।
মাত্র ১০ দিনেই ২০ কোটি টাকার ব্যবসা হয়েছে হস্তশিল্প মেলায়। মোট ব্যবসা ছাড়াতে পারে ১০০ কোটি টাকা।