Dengue in Bengal: ডেঙ্গিতে সুস্থ থাকতে কী করণীয়?

By Editorji News Desk
Published on | Sep 26, 2023

ডেঙ্গির প্রকোপ

মূলত নভেম্বর পর্যন্ত ডেঙ্গির প্রকোপ থাকবে। তারপর ঠান্ডা পড়তে শুরু হলে ধীরে ধীরে কমবে ডেঙ্গির চোখরাঙানি।

Image Credit: twitter

কী পরবেন?

সবসময় ফুল জামা এবং ফুল প্যান্ট পরে থাকুন। এর ফলে মশার কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব।

Image Credit: twitter

মশা তাড়ানোর উপায়

মশা তাড়াতে ক্রিম ব্যবহার করতে পারেন। একাধিক নামী সংস্থা বিভিন্ন ক্রিম বাজারে এনেছে।

Image Credit: twitter

মশারি ব্যবহার

ডেঙ্গি থেকে বাঁচতে অবশ্যই মশারি ব্যবহার করা উচিত। প্রয়োজনে জানলায় নেট ব্যবহার করবেন।

Image Credit: twitter

ভেষজ ধূপ

মশা তাড়াতে ভেষজ ধূপ ব্যবহার করতে পারেন। এছাড়াও ধুনো দিতে পারেন।

Image Credit: twitter