এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোডে পণ্যবাহী যান নিয়ন্ত্রণ করা হবে।
রেড রোড, লাভার্স লেন, ক্যুইন্স ওয়ে, পলাশি গেটের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
দুপুর ২টো থেকে একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হবে এবং যান নিয়ন্ত্রণ করা হবে। যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ যান বন্ধ এবং নিয়ন্ত্রণ করা হবে।
মেয়ো রোড দিয়ে বিশেষ কিছু গাড়ি যেতে পারবে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং বিশেষ স্টিকার ব্যবহার করতে হবে।
গভর্মেন্ট প্লেস ওয়েস্ট বাউন্ড থেকে রানি রাসমণি এসপ্ল্যানেড রো ওয়েস্ট চৌরঙ্গি, জেএল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড নো পার্কিং জোন।
ক্যুইন্স ওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, বেন্টিঙ্ক রোডের ওয়েস্ট ফ্ল্যাঙ্ক থেকে সি আর অ্যাভিনিউ নো পার্কিং জোন করা হয়েছে।
সাধারণ পথচারী, অফিস ফেরত যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য গোটা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।