DurgaPuja Carnival 2023: কার্নিভালের জন্য বন্ধ একাধিক রাস্তা

By Editorji News Desk
Published on | Oct 27, 2023

কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ

এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোডে পণ্যবাহী যান নিয়ন্ত্রণ করা হবে।

Image Credit: twitter

কোন কোন রাস্তা সম্পূর্ণ বন্ধ?

রেড রোড, লাভার্স লেন, ক্যুইন্স ওয়ে, পলাশি গেটের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

Image Credit: twittertwitter

কটা থেকে বন্ধ থাকবে

দুপুর ২টো থেকে একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হবে এবং যান নিয়ন্ত্রণ করা হবে। যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ যান বন্ধ এবং নিয়ন্ত্রণ করা হবে।

Image Credit: twitter

বিশেষ পরিষেবা

মেয়ো রোড দিয়ে বিশেষ কিছু গাড়ি যেতে পারবে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং বিশেষ স্টিকার ব্যবহার করতে হবে।

Image Credit: twitter

কোন কোন জায়গা নো পার্কিং?

গভর্মেন্ট প্লেস ওয়েস্ট বাউন্ড থেকে রানি রাসমণি এসপ্ল্যানেড রো ওয়েস্ট চৌরঙ্গি, জেএল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড নো পার্কিং জোন।

Image Credit: twitter

নো পার্কি জোনের তালিকা

ক্যুইন্স ওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, বেন্টিঙ্ক রোডের ওয়েস্ট ফ্ল্যাঙ্ক থেকে সি আর অ্যাভিনিউ নো পার্কিং জোন করা হয়েছে।

Image Credit: twitter

নিরাপত্তা

সাধারণ পথচারী, অফিস ফেরত যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য গোটা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Image Credit: twitter