Nail Polish Tips: নখে বেশিদিন নেলপলিশ থাকে না! রইল টিপস

By Editorji News Desk
Published on | Oct 08, 2023

নখ ছোট

নেলপলিশ বেশিদিন স্টে করাতে চাইলে নখের যত্ন নেওয়ার পাশাপাশি নখ ছোট করে কেটে ফেলতে হবে।

Image Credit: ফেসবুক

থিন কোট অ্যাপ্লাই

নখে নেলপলিশ বেশিদিন রাখতে চাইলে থিন কোট অ্যাপ্লাই করুন। এর ফলে বেশি স্টে করে নেলপলিশ।

Image Credit: ফেসবুক

কোটের মাঝে গ্যাপ

২/৩টি কোট অ্যাপ্লাই করতে চাইলে প্রতি কোটের মাঝখানে দুই থেকে তিন মিনিট গ্যাপ দিন।

Image Credit: ফেসবুক

জলে হাত দেবেন না

নেলপলিশ পরার আগে জলে হাত দেবেন না। হাত ভিজে থাকলে নেলপলিশ স্টে করে না।

Image Credit: ফেসবুক

নখের যত্ন

অত্যন্ত যত্ন করে নেলপলিশ পরতে হবে। কোনও জায়গায় গ্যাপ থাকলে সেখান থেকে নেলপলিশ উঠে যাওয়ার সম্ভবনা থাকে।

Image Credit: ফেসবুক