Durga Puja 2023: ধুনুচি নাচের মাহাত্ম্য কী? জেনে নিন

By Editorji News Desk
Published on | Oct 21, 2023

কবে ধুনুচি নাচ হয়

মূলত নবমীর পুজো শেষে ধুনুচি নাচ হয়। তবে দেবী দুর্গার ভাসানের আগে অর্থাৎ দশমীতেও অনেক বনেদি বাড়িতে ধুনুচি নাচ হয়।

Image Credit: AFP

ধুনুচি নাচের মাহাত্ম্য

পুরাণে কথিত আছে দেবী দুর্গাও ধুনুচি নেচেছিলেন। অসুর বধের আগে নিজের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন তিনি।

Image Credit: AFP

অশুভ শক্তি

কথিত আছে ধুনুচি নাচের মাধ্যমে নিজেকে দেবীর কাছে সম্পূর্ণভাবে নিবেদন করা যায়। এর মাধ্যমে অশুভ শক্তি দূর হয়।

Image Credit: AFP

কারা অংশগ্রহণ করেন

যে কেউ ধুনুচি নাচে অংশগ্রহণ করতে পারেন। বিভিন্ন সেলিব্রিটিদেরও ধুনুচি নাচে অংশগ্রহণ করতে দেখা যায়।

Image Credit: AFP

কীভাবে ধুনুচি নাচ হয়

একটি বা একাধিক জলন্ত ধুনুচি হাতে নিয়ে ঢাকের তালে নাচতে হয়। প্রাচীন এই প্রথা বারোয়ারি এবং বাড়ির পুজোতে হয়ে আসছে।

Image Credit: AFP