ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গল কামনায় রাখতেই হয় এই মঙ্গলঘট। ভাইফোঁটার থালাতেই তামা অথবা মাটির এই ঘট বসাতে হয়।
ভাইফোঁটায় সব থেকে গুরুত্বপূর্ণ হল ফোঁটা। ভাইফোঁটার থালায় দই কিংবা চন্দন রাখতে হবে ফোঁটার জন্য। কারও আবার মধু ব্যবহার করারও নিয়ম থাকে।
ছোট ভাই হলে তার মাথায় ধান দুর্বা দিয়ে দিদি আশীর্বাদ করবে। বড় ভাই হলে আশীর্বাদ করার দরকার পড়ে না।
ভাইয়ের বা দাদার মঙ্গলকামনার জন্য ভাইফোঁটার থালায় রাখতে হবে ধূপ এবং প্রদীপ।
ফোঁটা দেওয়ার পড়ে মিষ্টি মুখ করার নিয়ম। এক্ষেত্রে কেউ পাঁচ রকম, কেউ বা আবার সাত রকম মিষ্টিতে সাজিয়ে দেন প্লেট।