লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শেয়ার করেছিলেন ছবি । তারপর থেকেই ট্রেন্ডিং লাক্ষাদ্বীপ । আপনিও কি যাচ্ছেন ? জেনে নিন এই বিষয়গুলো
সাদা বালি, নীল সমুদ্র...সবুজ গাছপালায় ঘেরা দ্বীপ । শান্ত পরিবেশে মন ভাল হয়ে যাবে । মরিশাস বা মলদ্বীপকে টেক্কা দেবে লাক্ষাদ্বীপের সৌন্দর্য্য
লাক্ষাদ্বীপে দুই ভাবে যাওয়া যায় । এক বিমানে, আর এক জাহাজে । তবে, লাক্ষাদ্বীপ ভ্রমণে কিছু নিয়ম রয়েছে । টিকিট কাটার আগেই তা মানতে হবে
লাক্ষাদ্বীপ ভ্রমণের আগে বিশেষ অনুমতি নিতে হয় । অন্তত তিন মাস আগে লাক্ষাদ্বীপ ট্যুরিজমের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন জানাতে হয়
সারাবছরই খুব ভাল আবহাওয়া থাকে । তবে সবেথেকে ভাল সময় হল অক্টোবর থেকে মার্চ । বর্ষাকালে না যাওয়াই ভাল । তবে ডিসেম্বরে গেলে খরচ অনেকটাই বেশি হবে
লাক্ষাদ্বীপ গেলে অবশ্যই ঘুরে আসুন কাভারতি, মিনিকয়, কালপেনি, আগাত্তি, বাঙ্গারাম, কাভারাত্তি, কাদমাত
লাক্ষাদ্বীপ যাবেন, আর ওয়াটার স্পোর্টস উপভোগ করবেন না, তা কি হয় ? থাকছে, স্কুবা, স্নোর্কেলিং, ব্যানানা রাইড ইত্যাদি
প্রাকৃতি সৌন্দর্য্যে ভরপুর লাক্ষাদ্বীপে যেতে গেলে খরচ হবে মাথাপিছু ৫০ থেকে ৬০ হাজার টাকা