বাঙালির বিকেল বেলা চায়ের সঙ্গে বেশ পছন্দের মুড়ি মাখা, শশা পেঁয়াজ গাজর বাদাম সামান্য চানাচুরেই জমে যাবে বিকেল।
খিদে পেলে চটজলদি বানিয়ে নিতে পারেন ডিম পাউরুটি, খেতেও ভাল, পেটও ভরবে। পাশাপাশি বাইরের তেল মশলা খাওয়ারও ব্যাপার নেই।
শুকনো খোলায় সামান্য চিনি দিয়ে চিরে রোস্ট করে নিন। বিকেল বেলা মুখ চালাতে দারুণ লাগবে।
স্যুইট কর্ন সেদ্ধ করে, লেবু চাট মশলা , নুন, পেঁয়াজ লঙ্কা টোম্যাটো দিয়ে মেখে নিন। দারুন হেলদি এই স্ন্যাক্স খেতেও দারুন।
বিকেলে একটু খিদে পেলে, টিভির সামনে বসে পপকর্ণ খেতে পারেন। সময় কাটবে পেটও ভরবে।
আলু সেদ্ধ করে, তাতে ছোলা সেদ্ধ , শশা পেঁয়াজ দিয়ে বাড়িতেই বানান আলুকাবলি।
ছোলা সেদ্ধ করে স্যুইট কর্ণের মতোই মেখে নিন, বিকেল বেলা জমে যাবে।