7 Healthy Bengali Breakfast: সাত স্বাস্থ্যকর বাঙালি জলখাবার

By Editorji News Desk
Published on | Nov 14, 2023

রুটি

বাঙালি জলখাবারের তালিকায় সব থেকে স্বাস্থ্যকর জলখাবার রুটি। যে কোনও রকমের কম তেলের তরকারি দিয়ে রুটি খেলে বজায় থাকবে সুস্বাস্থ্য।

Image Credit: ফেসবুক

পরোটা

পরোটা মানেই যে অস্বাস্থ্যকর খুব বেশি তেলে ভাজা এমন নয়। কম তেলে শুধু মাত্র সেঁকে নিলেই স্বাস্থ্যকর জলখাবার হিসেবে পরোটার জুড়ি মেলা ভার।

Image Credit: ফেসবুক

চিঁড়ে, দই

জলখাবারে চিঁড়ে, দই অত্যন্ত স্বাস্থ্যকর এবং জনপ্রিয় একটি খাবার। গ্রীষ্মকালে এর সঙ্গে পাকা আম মেখে নিলে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ।

Image Credit: ফেসবুক

মুড়ি, ঘুগনি

মুড়ি অত্যন্ত স্বাস্থ্যকর। যে কোনও সময়েই খাওয়া যায়। গ্রাম বাংলায় জলখাবার হিসেবে ঘুঘনি-মুড়ি খুব জনপ্রিয়।

Image Credit: ফেসবুক

চিঁড়ের পোলাও

পছন্দমতো সবজি সহযোগে বানিয়ে নিন চিঁড়ের পোলাও। দিতে পারেন কাজু-কিশমিশও। স্বাস্থ্যকর খাবার হিসেবে অনেকেই পছন্দ করেন এটি।

Image Credit: ফেসবুক

সুজি

বাঙালি বাড়িতে প্রায়শয়ই সুজি হয়। মিষ্টি সুজি খুব বিশেষ স্বাস্থ্যকর না হলেও ঝাল সুজি ব্রেকফাস্ট হিসেবে খুবই স্বাস্থ্যকর।

Image Credit: ফেসবুক

বাঁধাকপির পরোটা

শীতকালে বাঁধাকপির পরোটা কিন্তু বেশ জনপ্রিয়। বাঁধাকপির পরোটায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

Image Credit: ফেসবুক