Kolkata Shopping : পুজোর গন্ধ, শহরের সেরা ৭ শপিং ডেস্টিনেশন

By Editorji News Desk
Published on | Aug 23, 2023

বড়বাজার

কলকাতার মধ্যে সবথেকে বড় মার্কেট বড়বাজার । জামা, জুতো থেকে ঘড়ি, সুগন্ধি বা বিভিন্ন গ্যাজেটস-কী নেই ! দামও তুলনামূলক কম । তবে দরদাম করে নিতে হবে

Image Credit: Instagram

নিউ মার্কেট

পুজো মানেই নিউমার্কেটে শপিং । ব্যাগ, জামা, জাঙ্ক জুয়েলারি, জুতোর নানারকম কালকেশন । বাঙালিদের অন্যতম পছন্দের শপিং ডেস্টিনেশন

Image Credit: Instagram

গড়িয়াহাট

পুজোর শপিং গড়িয়াহাট ছাড়া ভাবাই যায় না । ফুটপাতের জামাকাপড়ের দোকান থেকে বড় বড় দোকানগুলি...সবেতেই থিকথিকে ভিড় । ব্যাগ, জুয়েলারির কালেকশনও অনেক

Image Credit: Instagram

হাতিবাগান

উত্তর কলকাতার অন্যতম শপিং ডেস্টিনেশন । পুজোর জন্য কেনাকাটা করতে নিউ মার্কেট, গড়িয়াহাটের পাশাপাশি হাতিবাগানও অন্যতম ফেভারিট

Image Credit: Instagram

কলেজ স্ট্রিট

কলেজ স্ট্রিট মানেই বই পাড়া, বইয়ের সম্ভার । তবে, শুধু বইয়ের শপিং নয়, জামাকাপড়, শাড়ির বড় বড় দোকান রয়েছে কলেজ স্ট্রিটে

Image Credit: Instagram

দক্ষিণাপন

গড়িয়াহাট থেকে অটো নিয়ে সোজা চলে যান ঢাকুড়িয়ার দক্ষিণাপণ । এটি একটি শপিং কমপ্লেক্স । এখানে বিভিন্ন রাজ্যের পোশাক পেয়ে যাবেন

Image Credit: Instagram

চাঁদনি চক

বাড়িতে অনেকেই পুজোর সময় টুনি লাইট বা এমনি লাইট লাগান । আর লাইটের দারুণ কালেকশন আপনি পেয়ে যাবেন চাঁদনি চকে

Image Credit: Instagram