কাছেপিঠেই বাঙালির প্রিয় হিল ডেস্টিনেশন দার্জিলিং । পাহাড়ি পরিবেশ, দার্জিলিং চা, কাঞ্চনজঙ্ঘার ভিউ...আহা ! কিন্তু, দার্জিলিঙে গেলে দেখুন এই ৭ জায়গা
বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ দার্জিলিঙের প্রধান আকর্ষণ । টাইগার হিল থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ ভাল দেখা যায়। টাইগার হিলে ভোরের দিকেই যাওয়ার চেষ্টা করুন
চৌরাস্তা মল থেকে ৩ তকিমি দূরে রয়েছে জাপানি বৌদ্ধ স্তূপ । যা পিস প্যাগোডা নামে পরিচিত । সোনার পালিশ করা গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে এখানে
টয়ট্রেনের জন্য তৈরি রেলপথ বাতাসিয়া লুপ । টয় ট্রেনে চড়ে এর সৌন্দর্য্য উপভোগ করে পারেন । এখানে রয়েছে সেনাদের স্মৃতিসৌধ ও কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য
১৮৮১ সালে প্রথম সফর শুরু । পাহাড়ের মধ্যে দিয়ে ছুটে চলে ট্রেন । পাহাড়ি সৌন্দর্য্য যদি উপভোগ করতে চান, তাহলে অশ্যই টয় ট্রেনে চড়বেন
দার্জিলিঙে যাবে, কিন্তু চা-বাগানে ঢুঁ মারবেন না তা কি হয় ? তাই অবশ্যই ঘুরে আসুন হ্যাপি ভ্যালি টি এস্টেটে
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেল স্টেশন ভারতের সর্বোচ্চ রেলস্টেশন । ভুগোলের বইতে কম পড়েছেন এই বিষয়ে ? দার্জিলিং গেলে নিজের চোখে দেখেও আসুন
চৌরাস্তা মল থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত রক গার্ডেন । এখানে রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান