Durga Puja 2023 :বিভিন্ন থিমে সাজছে মণ্ডপ, পুজোর বাকি ৬০ দিন

By Editorji News Desk
Published on | Aug 20, 2023

পুজো পুজো গন্ধ

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল । হাতে রয়েছে আর ঠিক দুই মাস । মণ্ডপের কাজ শুরু হয়ে গিয়েছে । আবারও কিছু আকর্ষণীয় থিম অপেক্ষা করছে সকলের জন্য

Image Credit: Facebook

ডিজনিল্যাণ্ডে শ্রীভূমি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবার শহরবাসীকে নিয়ে যাবে ডিজনিল্যাণ্ডে । এবার এটাই তাদের থিম । মণ্ডপ তৈরির কাজ চলছে । আবারও শহরের ভিড় টানতে তৈরি শ্রীভূমি

Image Credit: Facebook

সন্তোষ মিত্র স্কোয়্যার-এ অযোধ্যা

গত বছর আজাদি কা অমৃত মহোৎসব । আর এবার অযোধ্যার রামমন্দির । এবারও দুর্গাপুজোয় বড় চমক দিতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়্যার

Image Credit: Facebook

একডালিয়া এভারগ্রিন

একডালিয়া এভারগ্রিন । শহরের অন্যতম বড় পুজো । এবার তাদের থিম সাবেকিয়ানা ও মহারাষ্ট্রের জৈন মন্দির

Image Credit: Facebook

আহিরীটোলা সর্বজনীন

আহিরীটোলা সর্বজনীনের পুজোর এবার ৮৪তম বছর। থিম হল অবিনশ্বর । প্রাচীন ভারতের কোনও বিখ্যাত সৌধের অনুসরণে এবার পুজো মণ্ডপ তৈরির পরিকল্পনা রয়েছে

Image Credit: Facebook