6 Orange Recipe in Winter: কমলালেবু দিয়ে বানানো এই ৬ পদ শীতে চাই-চাই!

By Editorji News Desk
Published on | Jan 18, 2024

কমলা লেবুর কুকিজ

শীত কালে কুকিজ খাওয়ার ক্রেভিং সকলের বাড়ে। গরম কফির সঙ্গে একটু অরেঞ্জ কুকিজ যথেষ্ট

Image Credit: facebook

কুকিজ স্যালাড

যারা স্বস্থ্যকর খাওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য হেলদি অপশন অরেঞ্জ স্যালাড।

Image Credit: facebook

অরেঞ্জ ব্রেড

সকালের জলখাবারে একঘেয়ে পাউরুটি থেকে মুখ ফিরিয়ে বানিয়ে নিন অরেঞ্জ ফ্লেভারের ব্রেড। শীতের সকাল জমে যাবে।

Image Credit: facebook

কমলালেবুর পায়েস

শীতে জন্মদিন হলে আপনার মতো ভাগ্য খুব কম মানুষের। চেখে দেখুন কমলালেবুর পায়েস।

Image Credit: facebook

কমলা স্বাদের পিঠে

পৌষ মাস আছেই তো পিঠে খাওয়ার জন্য। তাতে যদি থাকে মরশুমি কমলার ছোঁয়া, তাহলে সোনায় সোহাগা

Image Credit: facebook

অরেঞ্জ কেক

লাস্ট বাট নট দ্য লিস্ট! কেক ছাড়া শীত হয় না। চকোলেট, ভ্যানিলা ফ্লেভারে অরুচি ধরে গেলে ট্রাই করুন অরেঞ্জ ফ্লেভারের কেক।

Image Credit: facebook