পুজো আসছে । ষষ্ঠী থেকে দশমী, কবে কোন পোশাক পরবেন, নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন ? তবে, যাঁরা পাঁচদিনই শাড়ি পরবেন, তাঁরা কি জানেন এবার কোন শাড়ি ট্রেন্ডিং ?
প্রত্যেক বছরই পুজোর সময় কিছু পোশাক বা কিছু শাড়ি ট্রেন্ড করে । এবছর ট্রেন্ড করছে, এমন পাঁচটা শাড়ির সন্ধান রইল আপনাদের জন্য
বাজারে এখন হ্যান্ডলুম শাড়ির ছড়াছড়ি । বিভিন্ন রঙের , বিভিন্ন ডিজাইনের ফ্যান্সি হ্যান্ডলুম শাড়ির ট্রেন্ড কিন্তু বরাবর
মার্কেটে গেলে দেখবেন, এবার কপার জরির শাড়ির রমরমা । লিনেন বা কাঞ্জিভরম কিংবা খাদি কটন, লিনেন, হ্যান্ডলুমে কপার জরির কাজ মানুষ পছন্দ করছে
পুজোর সময় শাড়ির লিস্টে জামদানি থাকবে না, তা কী হয় ! এবার নানা রঙের নানা ডিজাইনের জামদানি শাড়িতে ছেয়ে গিয়েছে পুজো বাজার
এবছর ট্রেন্ডি শাড়িগুলোর মধ্যে অন্যতম হল অরগ্যাঞ্জা । তারকাদেরও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে শাড়িটি
ধুতি শাড়ি এবার পুজোয় বেশ ট্রেন্ড করছে । আপনাকে কষ্ট করে সিল্কের শাড়িকে ধোতি স্টাইলে পরতে হবে । এখন মার্কেট রেডি টু ওয়্যার ধুতি শাড়ি পাওয়া যাচ্ছে