5 Top South Kolkata Durga Puja : দক্ষিণের সেরা ৫ পুজো

By Editorji News Desk
Published on | Oct 23, 2023

বড়িশা ক্লাব

থিম 'ভাঙা-গড়া'-র খেলায় মেতেছে বড়িশা ক্লাব। ধ্বংসের পরেই প্রাণের বার্তা আসে, সৃষ্টি হয় নতুন পৃথিবী । সেই ভাবনাই মণ্ডপ সজ্জায় ধরা পড়েছে ।

Image Credit: ফেসবুক

বাদামতলা আষাঢ় সঙ্ঘ

ধর্মীয় মতে গাছপালা, জল, বায়ু, সবই দেবতারই দান। ঠিক এই বিষয়টাই নিজেদের পুজোয় তুলে এনেছে বাদামতলা আষাঢ় সংঘ।

Image Credit: ফেসবুক

সুরুচি সঙ্ঘ

সুরুচি সঙ্ঘের এবারের থিমের নাম- 'মা'। বাংলার নানা প্রান্তের হস্তশিল্প দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।

Image Credit: ফেসবুক

একডালিয়া এভারগ্রিন

৮১তম বর্ষে পড়েছে এই ক্লাবের পুজো। জৈন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। রয়েছে একচালা সাবেকি ধাঁচের প্রতিমা।

Image Credit: ফেসবুক

ত্রিধারা

ত্রিধারা সম্মেলনির এবারের থিম 'উৎসব'। হাজারো কষ্টের মধ্যেও দুর্গা পুজো আনন্দ বয়ে নিয়ে আসে। এটাই বোঝানো হয়েছে কাচের মধ্যে আলোর মালায় সাজানো মণ্ডপে।

Image Credit: ফেসবুক