মোমো বাঙালির অন্যতম প্রিয় খাবার । পুজোর সময় প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে কোথায় খাবেন মোমো, রইল সেরা ৫ ঠিকানার খোঁজ
শহর জুড়ে বিভিন্ন জায়গায় ওয়াও মোমো-র আউটলেট রয়েছে । এখানকার মোমো-র স্বাদ মুখে লেগে থাকার মতো । মোমো-র বিভিন্ন পদ এখানে পাবেন আপনি
পাতলা আস্তরণ, আর মোটা চিকেনের ফিলিং...দারুণ স্বাদ । লেকগার্ডেন্সে রয়েছে রেস্তরাঁটি । মোমো আই অ্যাম-এ বিখ্যাত হল প্যান ফ্রায়েড মোমো
যাঁরা মোমো খেতে ভালবাসেন, তাঁরা অবশ্যই ঢুঁ মেরেছেন মোমো প্লাজায় । এখানকার বিশেষত্ব হল মোমো-র সঙ্গে নানারকম সস
দেনজং কিচেনের চিকেন মোমো বিখ্যাত । টালিগঞ্জ, যাদবপুর, নিউ আলিপুর, হাজরাতেও এদের আউটলেট রয়েছে
হোলনাইট ঠাকুর দেখে ফেরার সময় ভোরবেলা চলে যান টেরিটি বাজার । চাইনিজ ব্রেকফাস্টের সম্ভার বলা যেতে পারে । এখানেই চেখে দেখুন মোমো