5 Top Kalibari In Kolkata: কলকাতার ৫ কালী ক্ষেত্র

By Editorji News Desk
Published on | Oct 31, 2023

দক্ষিণেশ্বর কালীবাড়ি

দক্ষিনেশ্বরে মা কালী পূজিত হন ভবতারিণী রূপে। ১৮৫৫ সালে রানী রাসমণি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণ পরমহংস দেব এই মন্দিরেই আরাধনা করতেন।

Image Credit: Facebook

কালীঘাট

সতীর ৫১ পিঠের অন্যতম কালীঘাট। কথিত আছে, কালীক্ষেত্রের ৩ কোণায় অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এর মাঝেই মহাকালির অবস্থান। প্রতিদিনই এই মন্দির

Image Credit: Facebook

ঠনঠনিয়া কালীবাড়ি

১৭০৩ সালে এই মন্দিরে পুজো শুরু হয়। এই আটচালা কালীমন্দির প্রতিষ্ঠা করা হয় শঙ্কর ঘোষ।

Image Credit: Facebook

লেক কালীবাড়ি

১৯৪৯ সালে লেক কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়। প্রথমে মাটির মূর্তিতে পুজো হতে শুরু করে। এরপর পাথরের। প্রতিবছর পুরনো ঘট বিসর্জন দিয়ে নতুন ঘটে পুজো করা হয়।

Image Credit: Facebook

আদ্যা পীঠ

দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই আদ্যাপীঠ। কথিত আছে এই পুজোর প্রচলন করেছিলেন অন্নদা ঠাকুর।

Image Credit: Facebook